হোম > বিশ্ব > ভারত

দুর্ঘটনাবশত ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহরু: বিজেপি মন্ত্রী

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার মন্তব্য করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্ঘটনাবশত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গতকাল রোববার মনোহর লাল খাট্টার হরিয়ানা রাজ্যের রোহতকে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মনোহর লালের এই মন্তব্য কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া উসকে দিয়েছে। কংগ্রেস নেতা ও হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুদা এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি (মনোহর) নিজেই দুর্ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, তাঁর এমন মন্তব্য করা উচিত নয়।’

বিজেপি সরকারে মন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহরুর জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড. বি আর আম্বেদকর প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্য ছিলেন।’ সমাবেশে বিজেপি সরকারের পক্ষ থেকে ড. বি আর আম্বেদকরের প্রতি দেখানো শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ এবং এর রচনায় ড. আম্বেদকরের অবদান আমরা চিরকাল স্মরণ করব। আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এটি থেকে শিক্ষা নেওয়া। ড. আম্বেদকর জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ, তাঁর মৃত্যুর পর দিল্লিতে তাঁকে দাহ করার কোনো স্থান দেওয়া হয়নি। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা আম্বেদকরের স্মৃতি ধরে রাখতে পাঁচটি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে যে পরিমাণ শ্রদ্ধা দেখানো হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি।’

ভারতের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মারা যাওয়ার কয়েক দিন পর মনোহর লাল খাট্টার এই মন্তব্য করলেন। তাঁর মৃত্যুর পর দিল্লিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ, দেশের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী খাট্টার বলেন, ‘এবার অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লিতে আর সরকার গঠন করতে পারবে না। বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করবে।’

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনে নয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা