হোম > বিশ্ব > ভারত

যেভাবে প্রথম প্রেম হারিয়েছিলেন চিরকুমার রতন টাটা

বুধবার (৯ অক্টোবর) রাতে ৮৬ বছর বয়সে মারা গেছেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই বলতে শোনা গেছে সারা জীবন চিরকুমার থাকা এই ব্যবসায়ী অন্ত প্রাণকে। তবে প্রায় পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি একবার প্রথম প্রেমের গল্প করেছিলেন। এই প্রেম নাকি প্রায় বিয়েতে গড়াতে যাচ্ছিল! 

টাটা জানিয়েছিলেন, প্রেমের সেই ঘটনাটি লস অ্যাঞ্জেলেসে ঘটেছিল। কলেজ শেষ করে তিনি তখন সবেমাত্র একটি আর্কিটেকচার ফার্মে চাকরি শুরু করেছিলেন। 

ভারতীয় জি-নিউজ জানিয়েছে, টাটা যে সময়টির কথা উল্লেখ করেছেন, সেই সময়টি ছিল ১৯৬০-এর দশকের শুরুর দিক। লস অ্যাঞ্জেলেসের সময়গুলো দুর্দান্ত কাটছিল বয়স ২০-এর কোঠায় থাকা যুবক টাটার। সেখানে আবহাওয়া ছিল সুন্দর। চাকরিটিও ছিল নিজের পছন্দমতো। 

রতন টাটার ভাষ্যমতে, প্রেম প্রায় বিয়েতে গড়াতে যাবে, এমন সময়ই দাদির টানে তিনি ভারতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্তত কিছুদিনের জন্য হলেও তিনি ভারতে ফিরতে চেয়েছিলেন। তিনি আশা করেছিলেন, যাকে বিয়ে করবেন, তিনিও তাঁর সঙ্গে ভারতে চলে যাবেন। কিন্তু পরে এই আশা ভেঙে যায় টাটার। ১৯৬২ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সেই প্রেমিকার পরিবার কিছুতেই কন্যাকে ভারতে পাঠাতে রাজি হলো না। 

প্রথম প্রেমের পর জীবনে আরও কয়েকবার বিয়ের কাছাকাছি এসেছিলেন সদ্য প্রয়াত শিল্পপতি। কিন্তু বিভিন্ন কারণে এগুলো আর হয়ে ওঠেনি। বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনার কাজেই নিজেকে সমর্পণ করেছিলেন তিনি। 

তবে এতে কোনো আক্ষেপ নেই জানিয়ে টাটা বলেছিলেন, ‘আমার একটি সুখী শৈশব ছিল। কিন্তু আমার ভাই (জিমি) এবং আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা-মায়ের (নেভাল এইচ টাটা এবং সুনি টাটা) বিবাহবিচ্ছেদের কারণে আমরা কিছুটা ব্যক্তিগত অস্বস্তির মুখোমুখি হয়েছিলাম। সেই দিনগুলোতে বিষয়টি আজকের দিনের মতো সাধারণ ছিল না।’ 

টাটার মা আবার বিয়ে করেছিলেন। স্কুলের ছেলেরা এ নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করেছিল। তবে তাঁর দাদি নাভাজবাই টাটা তাঁদের দুই ভাইকে বড় করেছিলেন এবং তাঁদের সব সময় মর্যাদা বজায় রাখতে শিখিয়েছিলেন।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ