হোম > বিশ্ব > ভারত

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শোতে’ পদদলিত হয়ে নিহত ৮ 

ভারতের অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শো’ চলাকালীন পদদলিত হয়ে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রাজ্যের নেল্লোর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে জানা যায়, বিরোধীদলীয় নেতা তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান নাইডু সম্প্রতি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশজুড়ে ‘রোড শো’ শুরু করেন। বুধবার নেল্লোরের কান্ডুকুর এলাকায় একটি সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর। 
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু লোকের সমাগম ঘটে। চন্দ্রবাবুর ‘রোড শো’ সেখানে পৌঁছানোর পরেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই জেরে পদদলিত হন অনেকে। এ ঘটনায় অন্তত আটজন প্রাণ হারান। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মর্মান্তিক এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলীয় এই নেতা। 

 ২০২৪ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে হঠাতেই এই ‘রোড শো’ কর্মসূচি। এর আগে গত মাসে কুরনুল ও এলোরুতে জনসভা করেন চন্দ্রবাবু নাইডু। সেখান থেকেই ‘জগন মোহন হটাও, অন্ধ্র বাঁচাও’ স্লোগানের ডাক দেন তিনি।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’