হোম > বিশ্ব > ভারত

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শোতে’ পদদলিত হয়ে নিহত ৮ 

ভারতের অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শো’ চলাকালীন পদদলিত হয়ে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রাজ্যের নেল্লোর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে জানা যায়, বিরোধীদলীয় নেতা তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান নাইডু সম্প্রতি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশজুড়ে ‘রোড শো’ শুরু করেন। বুধবার নেল্লোরের কান্ডুকুর এলাকায় একটি সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর। 
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু লোকের সমাগম ঘটে। চন্দ্রবাবুর ‘রোড শো’ সেখানে পৌঁছানোর পরেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই জেরে পদদলিত হন অনেকে। এ ঘটনায় অন্তত আটজন প্রাণ হারান। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মর্মান্তিক এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলীয় এই নেতা। 

 ২০২৪ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে হঠাতেই এই ‘রোড শো’ কর্মসূচি। এর আগে গত মাসে কুরনুল ও এলোরুতে জনসভা করেন চন্দ্রবাবু নাইডু। সেখান থেকেই ‘জগন মোহন হটাও, অন্ধ্র বাঁচাও’ স্লোগানের ডাক দেন তিনি।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ