হোম > বিশ্ব > ভারত

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শোতে’ পদদলিত হয়ে নিহত ৮ 

ভারতের অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শো’ চলাকালীন পদদলিত হয়ে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রাজ্যের নেল্লোর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে জানা যায়, বিরোধীদলীয় নেতা তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান নাইডু সম্প্রতি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশজুড়ে ‘রোড শো’ শুরু করেন। বুধবার নেল্লোরের কান্ডুকুর এলাকায় একটি সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর। 
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য বহু লোকের সমাগম ঘটে। চন্দ্রবাবুর ‘রোড শো’ সেখানে পৌঁছানোর পরেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই জেরে পদদলিত হন অনেকে। এ ঘটনায় অন্তত আটজন প্রাণ হারান। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁদের। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মর্মান্তিক এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বৈঠক বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। ভুক্তভোগী পরিবারগুলোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলীয় এই নেতা। 

 ২০২৪ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে হঠাতেই এই ‘রোড শো’ কর্মসূচি। এর আগে গত মাসে কুরনুল ও এলোরুতে জনসভা করেন চন্দ্রবাবু নাইডু। সেখান থেকেই ‘জগন মোহন হটাও, অন্ধ্র বাঁচাও’ স্লোগানের ডাক দেন তিনি।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ