হোম > বিশ্ব > ভারত

হিমাচলে ১৫ কিলোমিটার যানজটে নাকাল শত শত পর্যটক

ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ যানজটে আটকা পড়েছেন শত শত পর্যটক। রাজ্যের মান্দি ও কুল্লু সংযোগ সড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার যানজটে আটকা পড়েছে মানুষ। এর মধ্যে বেশিরভাগই পর্যটক। আশেপাশে কোনো হোটেল বা রিসোর্ট কিছুই নেই। কতক্ষণ তাঁদের এভাবে আটকা থাকতে হবে তা কেউ জানেন না।

পার্বত্য এই রাজ্যে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে গতকাল রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা থেকে ভারী পাথর সরাতে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সাত-আট ঘণ্টা পরই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভির স্থানীয় প্রতিনিধিরা জানান, মান্ডি এবং সুন্দরনগরের মধ্যে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। এখানে কমপক্ষে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট বেঁধেছে। পর্যটকদের মধ্যে অনেকে সপরিবারের এসেছেন, সঙ্গে শিশু রয়েছে। কেউ পুরো বাস বুক করে রেখেছেন। হোটেল খালি পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিনিধি জানান, এই এলাকায় বিদ্যুৎ প্রকল্প এবং পর্যটন রিসোর্ট রয়েছে। কিন্তু ওইসব স্থানের সঙ্গে সংযোগকারী কোনো বিকল্প রাস্তা নেই। গতকাল বিকেল ৫টা থেকেই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার