হোম > বিশ্ব > ভারত

হিমাচলে ১৫ কিলোমিটার যানজটে নাকাল শত শত পর্যটক

ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ যানজটে আটকা পড়েছেন শত শত পর্যটক। রাজ্যের মান্দি ও কুল্লু সংযোগ সড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার যানজটে আটকা পড়েছে মানুষ। এর মধ্যে বেশিরভাগই পর্যটক। আশেপাশে কোনো হোটেল বা রিসোর্ট কিছুই নেই। কতক্ষণ তাঁদের এভাবে আটকা থাকতে হবে তা কেউ জানেন না।

পার্বত্য এই রাজ্যে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে গতকাল রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা থেকে ভারী পাথর সরাতে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সাত-আট ঘণ্টা পরই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভির স্থানীয় প্রতিনিধিরা জানান, মান্ডি এবং সুন্দরনগরের মধ্যে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। এখানে কমপক্ষে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট বেঁধেছে। পর্যটকদের মধ্যে অনেকে সপরিবারের এসেছেন, সঙ্গে শিশু রয়েছে। কেউ পুরো বাস বুক করে রেখেছেন। হোটেল খালি পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিনিধি জানান, এই এলাকায় বিদ্যুৎ প্রকল্প এবং পর্যটন রিসোর্ট রয়েছে। কিন্তু ওইসব স্থানের সঙ্গে সংযোগকারী কোনো বিকল্প রাস্তা নেই। গতকাল বিকেল ৫টা থেকেই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু