হোম > বিশ্ব > ভারত

হিমাচলে ১৫ কিলোমিটার যানজটে নাকাল শত শত পর্যটক

ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ যানজটে আটকা পড়েছেন শত শত পর্যটক। রাজ্যের মান্দি ও কুল্লু সংযোগ সড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার যানজটে আটকা পড়েছে মানুষ। এর মধ্যে বেশিরভাগই পর্যটক। আশেপাশে কোনো হোটেল বা রিসোর্ট কিছুই নেই। কতক্ষণ তাঁদের এভাবে আটকা থাকতে হবে তা কেউ জানেন না।

পার্বত্য এই রাজ্যে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে গতকাল রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা থেকে ভারী পাথর সরাতে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সাত-আট ঘণ্টা পরই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভির স্থানীয় প্রতিনিধিরা জানান, মান্ডি এবং সুন্দরনগরের মধ্যে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। এখানে কমপক্ষে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট বেঁধেছে। পর্যটকদের মধ্যে অনেকে সপরিবারের এসেছেন, সঙ্গে শিশু রয়েছে। কেউ পুরো বাস বুক করে রেখেছেন। হোটেল খালি পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিনিধি জানান, এই এলাকায় বিদ্যুৎ প্রকল্প এবং পর্যটন রিসোর্ট রয়েছে। কিন্তু ওইসব স্থানের সঙ্গে সংযোগকারী কোনো বিকল্প রাস্তা নেই। গতকাল বিকেল ৫টা থেকেই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা