হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশি আটক

ভারতের মহারাষ্ট্র প্রদেশে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রদেশটির ভিওয়ান্ডি শহরের পুলিশ তাঁদের আটক করে। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির ভিওয়ান্ডি শহর এবং থানে শহর থেকে তাঁদের অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক করা হয়েছে। তাঁরা ভিওয়ান্ডির তিনটি ভিন্ন ভিন্ন শহরে বসবাস করছিল। 

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২০ জনকে প্রদেশটির শান্তিনগর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিওয়ান্ডি শহর ও নারপোলি পুলিশ স্টেশন এলাকা থেকে ১০ জন করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ, যার মূল্য ৯৪ হাজার ভারতীয় রুপি। 

পুলিশের দাবি, আটককৃতরা ইমো ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। এ ছাড়া যারা অবৈধভাবে তাদের সীমান্ত পারে সহায়তা করে তাদের সঙ্গেও একই ভাবে যোগাযোগ করত। 

ভিওয়ান্ডি পুলিশের জোন-২ এর ডেপুটি কমিশনার যুগেশ চাভান বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের কাছে ভারতে থাকা বা কাজ করার কোন বৈধ কাগজপত্র নেই। এ জন্য তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট ও বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরের রেলস্টেশন থেকে ১৩ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক