হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশি আটক

ভারতের মহারাষ্ট্র প্রদেশে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রদেশটির ভিওয়ান্ডি শহরের পুলিশ তাঁদের আটক করে। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির ভিওয়ান্ডি শহর এবং থানে শহর থেকে তাঁদের অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক করা হয়েছে। তাঁরা ভিওয়ান্ডির তিনটি ভিন্ন ভিন্ন শহরে বসবাস করছিল। 

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২০ জনকে প্রদেশটির শান্তিনগর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিওয়ান্ডি শহর ও নারপোলি পুলিশ স্টেশন এলাকা থেকে ১০ জন করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার) কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ, যার মূল্য ৯৪ হাজার ভারতীয় রুপি। 

পুলিশের দাবি, আটককৃতরা ইমো ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। এ ছাড়া যারা অবৈধভাবে তাদের সীমান্ত পারে সহায়তা করে তাদের সঙ্গেও একই ভাবে যোগাযোগ করত। 

ভিওয়ান্ডি পুলিশের জোন-২ এর ডেপুটি কমিশনার যুগেশ চাভান বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের কাছে ভারতে থাকা বা কাজ করার কোন বৈধ কাগজপত্র নেই। এ জন্য তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট ও বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরের রেলস্টেশন থেকে ১৩ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে