হোম > বিশ্ব > ভারত

‘অনুমতি পেয়েও মুম্বাইয়ে নামেনি’ অসুস্থ বাংলাদেশিকে নিয়ে করাচি যাওয়া সেই সৌদি বিমান

ভারতে নামার অনুমতি না পাওয়ায় অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে বহনকারী সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হয় বলে দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এবার এর উল্টো দাবি করেছে ভারত। তাদের দাবি, বিমানটিকে মুম্বাইয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।

মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা বিমানটিকে নামতে দিতে অস্বীকার করলে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটটিকে একজন অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুসারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে। বিমানটিও জরুরি অবতরণের জন্য ফুয়েল ডাম্পিং শুরু করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বিমানটি পরে কোম্পানির নীতি উল্লেখ করে জানায়, তারা মুম্বাইয়ে অবতরণ করবে না। বরং বিমানটি গতিমুখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। করাচিতে চিকিৎসা নেওয়ার পর সেই বাংলাদেশি যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ফের যাত্রা করে ফ্লাইটটি।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি