হোম > বিশ্ব > ভারত

‘অনুমতি পেয়েও মুম্বাইয়ে নামেনি’ অসুস্থ বাংলাদেশিকে নিয়ে করাচি যাওয়া সেই সৌদি বিমান

ভারতে নামার অনুমতি না পাওয়ায় অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে বহনকারী সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হয় বলে দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এবার এর উল্টো দাবি করেছে ভারত। তাদের দাবি, বিমানটিকে মুম্বাইয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।

মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা বিমানটিকে নামতে দিতে অস্বীকার করলে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটটিকে একজন অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুসারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে। বিমানটিও জরুরি অবতরণের জন্য ফুয়েল ডাম্পিং শুরু করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বিমানটি পরে কোম্পানির নীতি উল্লেখ করে জানায়, তারা মুম্বাইয়ে অবতরণ করবে না। বরং বিমানটি গতিমুখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। করাচিতে চিকিৎসা নেওয়ার পর সেই বাংলাদেশি যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ফের যাত্রা করে ফ্লাইটটি।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা