হোম > বিশ্ব > ভারত

‘অনুমতি পেয়েও মুম্বাইয়ে নামেনি’ অসুস্থ বাংলাদেশিকে নিয়ে করাচি যাওয়া সেই সৌদি বিমান

ভারতে নামার অনুমতি না পাওয়ায় অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে বহনকারী সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হয় বলে দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এবার এর উল্টো দাবি করেছে ভারত। তাদের দাবি, বিমানটিকে মুম্বাইয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।

মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা বিমানটিকে নামতে দিতে অস্বীকার করলে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটটিকে একজন অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। সে অনুসারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে। বিমানটিও জরুরি অবতরণের জন্য ফুয়েল ডাম্পিং শুরু করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বিমানটি পরে কোম্পানির নীতি উল্লেখ করে জানায়, তারা মুম্বাইয়ে অবতরণ করবে না। বরং বিমানটি গতিমুখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। করাচিতে চিকিৎসা নেওয়ার পর সেই বাংলাদেশি যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ফের যাত্রা করে ফ্লাইটটি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার