হোম > বিশ্ব > ভারত

‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র’

ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র। রাজ্যের আইনমন্ত্রী জেসি মধুস্বামীর এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জন্য নতুন অস্বস্তির জন্ম দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মধুস্বামীকে এই কথা বলতে শোনা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনমন্ত্রী বলেন, ‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র।’ তবে তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে সাফাইও গেয়েছেন।

মধুস্বামী বলেন, তিনি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় তাল মিলিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকার চলছে। আমি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় সায় দিয়েছি। আমাকে উসকানো হয়েছিল। এবং আমি তাঁর কথা, “হ্যাঁ, কোনো সরকারই নেই” এই কথার সঙ্গে তাল মিলিয়েছি।’

এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর শাসন নিয়ে তীব্র অসন্তোষ চলছে বিজেপিতে। ধারণা করা হচ্ছে তাঁকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অপসারণ করা হতে পারে। এই অবস্থায় বোম্মাইয়ের মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্য তাঁকে আরও বিপদে ফেলবে।

এদিকে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধান করব।’ এ সময় মুখ্যমন্ত্রী জানান আইনমন্ত্রীর করা এই মন্তব্য রাজ্যে ব্যাংকের সুদ বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। তবে এরই মধ্যে আইনমন্ত্রীর এমন মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাঁরই দলের এক জ্যেষ্ঠ মন্ত্রী। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে