হোম > বিশ্ব > ভারত

ভারতে দাশেরা উৎসব নিয়েও রাজনীতি তুঙ্গে

কলকাতা প্রতিনিধি

ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।

এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্‌যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।

দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্‌যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন। 

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত