হোম > বিশ্ব > ভারত

এপ্রিল-জুনে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ১৩ শতাংশ

কোভিড-১৯ মহামারির পর চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল সাড়ে ১৩ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশটির দেশটির জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ২০২১ সালের এপ্রিল-জুনে দেশটির জিডিপির প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ১ শতাংশ। এই প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের কোভিড-১৯ মহামারির কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির তুলনায় একটি বড় অগ্রগতি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপির প্রবৃত্তি হতে পারে ১৫ দশমিক ২ শতাংশ। বিভিন্ন সংস্থার পাশাপাশি অনেক প্রখ্যাত অর্থনৈতিক বিশ্লেষকও অনুমান করেছিলেন, ভিত্তি প্রভাবের কারণে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে। তবে, পূর্বাভাসের তুলনায় ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি যথেষ্ট ধীর গতির ছিল।

চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক মধ্য-মেয়াদে খুচরা বাজারে মূল্যস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকার পূর্বাভাস দিয়ে বলেছিল ২০২২ সাল জুড়ে এই হার বজায় থাকবে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের ওই পূর্বাভাস বাস্তবে প্রতিফলিত হয়নি। দেশটিতে মূল্যস্ফীতির হার পূর্বাভাসের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছিল। যা ফলাফল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকও সুদের হার বাড়াতে বাধ্য হয়েছিল।

এই বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের ভারতীয় অর্থনীতিবিদ শীলন শাহ রয়টার্সকে বলেন, ‘এই বিষয়ে আরও সময়োপযোগী প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) এই ধারা অব্যাহত থাকবে।’

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি

আগুন দেখে ‘মেহবুবা মেহবুবা’ গান আরও জমে যায়—সেই আগুনই কেড়ে নিল ২৫ প্রাণ

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩

ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার

ইন্ডিগোর ফ্লাইট সংকটে ভাড়া বেঁধে দিল সরকার, ৫০০ কিমি রুটে সর্বোচ্চ ৭,৫০০ রুপি