হোম > বিশ্ব > ভারত

কেরালায় ভারী বৃষ্টির প্রভাবে নিহত ২৬

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টির প্রভাবে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালা রাজ্যের কোট্টায়াম জেলায় বেশ কয়েকটি বাড়ি বন্যায় ভেসে গেছে। বহু মানুষ সেখানে আটকা আছে। এক ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে আটকে আছে বাস। সেখান থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতের সেনাবাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকায় ভূমিধসের কারণে মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে সেসব এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।

এক টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, 'ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। উদ্ধারকাজে সহায়তার জন্য এরই মধ্যে টিম পাঠানো হয়েছে। সবার জন্য প্রার্থনা করছি।' 

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সতর্কবার্তায় জনগণকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এছাড়া পাহাড়ে বা নদীর কাছাকাছি ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আরব সাগরে নিম্নচাপের কারণে এমন ভারী বৃষ্টি হচ্ছে। 

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত