হোম > বিশ্ব > ভারত

কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ জন 

কলকাতা প্রতিনিধি

কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের থেকে সামান্য দূরত্বে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন হয়েছেন আরও অন্তত তিনজন। সব মিলিয়ে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ জন। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে। ঘটনার সঙ্গে বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন। 

কলকাতা পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ থেকেই কলকাতা পুলিশের রাইফেলম্যান চোডুপ লেপচা নিজের ইনসাস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালায়। তাঁর গুলি লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক নারী প্রাণ হারান। পরে চোড়ুপ লেপচা নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করেন। 

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, মানসিক অবসাদ থেকেই পুলিশ কর্মী চোডুপ লেপচা গুলি চালিয়েছে। কেন তাঁর অবসাদ সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। কেন মানসিক অবসাদ থেকে এমন কাণ্ড ঘটাল সেটিও তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের কোনো সম্পর্ক নেই। উপ-দূতাবাস জানিয়েছে, দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন। 

শুক্রবার দুপুর দুইটার দিকে হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস সংলগ্ন এলাকা। মাত্র এক বছর আগে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া কালিম্পঙের যুবক চোডুপ লেপচা ছুটি কাটিয়ে শুক্রবারই যোগ দিয়েছিলেন উপ-দূতাবাসের পাশের পুলিশ ফাঁড়িতে। ফাঁড়িতে থাকা সহকর্মীদের পানি খেতে বাইরে যাচ্ছেন বলে বের হয়ে কয়েক মিনিটের মাথায় নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন চোডুপ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোডুপ আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তাঁর গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা রিমা সিং। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকের গায়েও গুলি লাগে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন বসির আলম ও মোহাম্মদ সরফরাজ নামে কলকাতার দুই বাসিন্দা। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন জানান, এই ঘটনার সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই। সকলেই নিরাপদে রয়েছেন।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার