হোম > বিশ্ব > ভারত

বিহারে আস্থা ভোটের আগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা 

বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। এ নিয়ে অষ্টমবারের মতোর বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। মসৃণভাবে সরকার চালাতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। রাজ্য বিধানসভায় প্রমাণ করতে হবে, তাঁর জোট সংখ্যাগরিষ্ঠ। তবে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন নিতীশের সাবেক জোট শরিক বিজেপি থেকে নির্বাচিত বিধানসভার স্পিকার। আর তাঁকে সরাতেই আস্থা ভোটের ডাক দিয়েছেন নিতীশ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনত, রাজ্যের গভর্নরই বিধানসভার অধিবেশন আহ্বান করে থাকেন। তবে, গভর্নর রাজ্যের সরকারের পরামর্শ অনুসারেই এই অধিবেশন আহ্বান করেন। আর এখানেই চাতুর্যের পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ। রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে আগামী ২৪ আগস্ট। আর নিতীশের জোটের আস্থা ভোট ২৫ আগস্ট। তবে তার আগেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে স্পিকারের বিরুদ্ধে। 

এরই মধ্যে, নিতীশ–তেজস্বী নেতৃত্বাধীন মহাগাঠবন্ধন বা মহাজোটের ৫ বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার বিজেপি থেকে নির্বাচিত বিজয় কুমার সিনহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। রাজ্যের আইন অনুসারে, প্রস্তাব দাখিলের পর পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই তা আলোচনার জন্য উত্থাপন করা হবে। ফলে, খুব সহজ হিসাবে আগামী ২৪ আগস্টের আগেই বিজয় কুমারকে স্পিকার পদ থেকে সরানো সম্ভব হবে। 

বিহারের বিধানসভায় মোট ২৪৩টি আসন রয়েছে। যার মধ্যে, নিতীশ–তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোটের দখলে রয়েছে ১৬৪টি আসন। যদিও এই আসনসংখ্যা নিশ্চিতভাবেই নিতীশের সরকারকে টিকিয়ে দেবে। কিন্তু তারপরও পূর্ব সতর্কতার অংশ হিসেবেই স্পিকারের বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। 

এদিকে, বিজেপির একটি সূত্র জানিয়েছে—২৪ আগস্ট অধিবেশনের প্রথম দিনেই অনাস্থা ভোটের মাধ্যমে হেরে সরে যাওয়ার আগেই স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বিজয় কুমার সিনহা।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর