হোম > বিশ্ব > ভারত

‘তালেবানকে সত্যিকারের শরিয়াহ আইন মেনে চলতে হবে’

তালেবানকে সত্যিকারের শরিয়াহ আইন মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বুধবার তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মুফতি বলেন, তালেবান যদি আফগানিস্তানের শাসন করতে চায়, তাহলে তাদের সত্যিকারের শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। তাদের কোরআনে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের যে অধিকারের কথা বলা আছে, তা নিশ্চিত করতে হবে। যদি তালেবান মহানবী মুহাম্মাদ (স.)-এর মদিনা সরকারকে অনুসরণ করে, তাহলে তারা বিশ্বের বুকে উদাহরণ তৈরি করতে পারবে। 

তালেবানকে কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, সত্যিকারের শরিয়াহ আইন মেনে না চললে তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে যাবে। যদি তাঁরা কট্টরপন্থী চিন্তা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে আফগানিস্তানের জনগণের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। 

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। অভিযোগ রয়েছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে। তবে পাকিস্তান এটি অস্বীকার করেছে। এরই মধ্যে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আফগানিস্তানের একসময়ের বিদ্রোহী গোষ্ঠীটি। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে যে কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার তাদের রয়েছে। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার