দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) অভিযানে রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাজিউর রেহমান, শাব্বির, রেজাউল। তাঁদের কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র, বাংলাদেশের পাসপোর্ট এবং জেএমবি সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন এই তিন জেএমবি সদস্য কয়েক মাস ধরে এ এলাকায় ভাড়া বাসায় থাকছেন। যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।