হোম > বিশ্ব > ভারত

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ৩৮, আহত ৪০০

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০০ জন। ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তৃতীয় একটি ট্রেনও এই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানা গেছে। 

ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যার পর ওডিশা রাজ্যের বালেশ্বর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা কবলিত বগিগুলোর মধ্যে এখনো অসংখ্য যাত্রী আটকা পড়ে আছেন। 

ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে জানান, ভারতের কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস নামের একটি ট্রেন। চলতি পথে এটি লাইনচ্যুত হয়ে পড়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ওই ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতার দিকে যাচ্ছিল। 

শালিমার–চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর–হাওরা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে। অপর ট্রেনের লাইনচ্যুত হয়েছে দুটি বগি। 

দুর্ঘটনা কবলিত স্থানে ওডিশা ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারাঙ্গির নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার অভিযানে কয়েক শ কর্মী একযোগে কাজ করছে। 

দুর্ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে জানিয়েছেন, অন্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ