হোম > বিশ্ব > ভারত

গুজরাটে বিদেশি অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে। সেখানকার আনন্দ ও মেহসানা জেলায় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে।

তবে ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-২০১৯ দিয়ে নয় তাদের নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের নাগরিক আইন দিয়ে। কারণ সিএএ আইন পাশ হলেও এখনো সাংবিধানিক আইন মেনে বিধি তৈরি হয়নি। সুপ্রিম কোর্টে আইনটির বৈধতা নিয়ে মামলাও বিবেচনাধীন রয়েছে। তাই পুরোনো আইন দিয়েই গুজরাট রাজ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিতে চাইছে বিজেপি সরকার। 

সামনেই গুজরাটের বিধানসভা নির্বাচন। তার আগে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করায় শুরু হয়েছে কড়া সমালোচনা। এরই মধ্যে মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুতে বিজেপি সরকার অনেকটাই বেকায়দায় রয়েছে বলে অনেকেই মনে করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল থেকেই সেখানে প্রচার শুরু করে দিয়েছেন। কারণ গুজরাট তাঁদের নিজেদের রাজ্য। 

এই অবস্থায় গুজরাটে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বিজেপির কড়া সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, ‘গুজরাটে হারবে বলেই এখন নাগরিকত্ব দিতে চাইছে।’ তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের মতে, ‘গুজরাটেও বিজেপি ভয় পাচ্ছে।’ 

উল্লেখ্য, ২০১৯ সালে তড়িঘড়ি বিজেপি সরকার সিএএ আইন পাশ করায়। কিন্তু এর বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। তাই আইন পাশ করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়েও সিএএ কার্যকর করেনি বিজেপি। অমিত শাহের যুক্তি, করোনার জন্যই সময় নিচ্ছে সরকার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও সিএএ এখনো বাস্তব রূপ নেই। এই অবস্থায় গুজরাটে পুরোনো আইনের বলেই নাগরিকত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত তাই নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। 

এদিকে, সিএএ আইনের বিরোধিতা করে একাধিক মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। আইনটির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর। 

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত