হোম > বিশ্ব > ভারত

মাঝপথে চার্জ শেষ, নেতার বৈদ্যুতিক গাড়িতে জুড়তে হলো গরু

মাঝপথে বন্ধ হয়ে গেলে গরু দিয়ে টানতে হয়েছে গাড়ি। ছবি: স্ক্রিনশট

ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া, শখ করে কিনেছেন বিদ্যুৎ চালিত ব্যক্তিগত গাড়ি। ব্যাটারি পুরো চার্জ দিয়ে বাইরে বের হন। কিন্তু মাঝপথে শেষ হয়ে যায় চার্জ। কাছাকাছি কোনো চার্জিং স্টেশনও পান না। মাঝেমধ্যেই এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি।

কয়েক দিন আগেও এমন ঝামেলায় পড়েছিলেন অনিল। নিরুপায় হয়ে গরুর দিয়ে চানতে হয়েছে গাড়ি! দামি বিদ্যুৎ চালিত গাড়িতে দুটি গরু জুড়ে দিয়ে গন্তব্যে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এ ঘটনাটি ঘটে। কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন। এরপর থেকে ঝামেলা চলছে তাঁর!

অনিল বলেন, মাঝরাস্তায় যখন–তখন এই গাড়ি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করিয়েছেন। কিন্তু ফল হয়নি।

‘বিনোদ ভোজক’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে এদের। এরপর গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে গরু দুটি।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ