হোম > বিশ্ব > ভারত

কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ধর্ষিত ও নিহত চিকিৎসকের বাবার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের মরদেহ পুলিশ তাড়াহুড়া করে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ছিল শুরু থেকেই। এবার নিহত চিকিৎসকের পরিবারও একই অভিযোগ করল কলকাতা পুলিশের বিরুদ্ধে। 

রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা পুলিশের বিরুদ্ধে নিহত চিকিৎসকের মরদেহ তাড়াহুড়া করে দাহ করার অভিযোগ করেছেন তাঁর বাবা। তিনি করেছেন, শ্মশানে আরও তিনটি মরদেহ ছিল। তারপরও তাঁর মেয়ের মৃতদেহটিই তাড়াহুড়া করে দাহ করা হয়েছে। 

শুরুতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাটি কলকাতা পুলিশের কাছে থাকলেও বর্তমানে এটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। রাজ্যের মমতা সরকারের বিরোধীরা শুরু থেকেই দাবি করে আসছিল, তাড়াহুড়া করে মরদেহ দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে পুলিশ। দাহ করার আগে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মর্গে পৌঁছে মরদেহটি শ্মশানে নিয়ে যেতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন। 

তবে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কলকাতা  পুলিশ জানিয়েছিল, চিকিৎসকের মরদেহ সৎকারে তাদের কোনো হাত ছিল না। যা করার মেয়েটির পরিবারই করেছে। 

শেষ পর্যন্ত নিহত চিকিৎসকের বাবাও একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়ও তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। চিকিৎসকের বাবা বলেন, ‘মুখ্যমন্ত্রী ন্যায়বিচার দেওয়ার কথা বলছেন। কিন্তু যে সব সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবি করছেন, তাঁদের তিনি জেলে ভরার চেষ্টা করছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সন্তুষ্ট নই। তাঁর দেওয়া কোনো ক্ষতিপূরণ নিতেও অস্বীকার করেছি।’ 

মেয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ডের গতি নিয়েও কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধেও তিনি অসন্তুষ্ট। মেয়ের পরিণতির জন্য পুরো সিস্টেমকেই তিনি দায়ী করেছেন।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি