হোম > বিশ্ব > ভারত

কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ধর্ষিত ও নিহত চিকিৎসকের বাবার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের মরদেহ পুলিশ তাড়াহুড়া করে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ছিল শুরু থেকেই। এবার নিহত চিকিৎসকের পরিবারও একই অভিযোগ করল কলকাতা পুলিশের বিরুদ্ধে। 

রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা পুলিশের বিরুদ্ধে নিহত চিকিৎসকের মরদেহ তাড়াহুড়া করে দাহ করার অভিযোগ করেছেন তাঁর বাবা। তিনি করেছেন, শ্মশানে আরও তিনটি মরদেহ ছিল। তারপরও তাঁর মেয়ের মৃতদেহটিই তাড়াহুড়া করে দাহ করা হয়েছে। 

শুরুতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাটি কলকাতা পুলিশের কাছে থাকলেও বর্তমানে এটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। রাজ্যের মমতা সরকারের বিরোধীরা শুরু থেকেই দাবি করে আসছিল, তাড়াহুড়া করে মরদেহ দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে পুলিশ। দাহ করার আগে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মর্গে পৌঁছে মরদেহটি শ্মশানে নিয়ে যেতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন। 

তবে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কলকাতা  পুলিশ জানিয়েছিল, চিকিৎসকের মরদেহ সৎকারে তাদের কোনো হাত ছিল না। যা করার মেয়েটির পরিবারই করেছে। 

শেষ পর্যন্ত নিহত চিকিৎসকের বাবাও একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়ও তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। চিকিৎসকের বাবা বলেন, ‘মুখ্যমন্ত্রী ন্যায়বিচার দেওয়ার কথা বলছেন। কিন্তু যে সব সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবি করছেন, তাঁদের তিনি জেলে ভরার চেষ্টা করছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সন্তুষ্ট নই। তাঁর দেওয়া কোনো ক্ষতিপূরণ নিতেও অস্বীকার করেছি।’ 

মেয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ডের গতি নিয়েও কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধেও তিনি অসন্তুষ্ট। মেয়ের পরিণতির জন্য পুরো সিস্টেমকেই তিনি দায়ী করেছেন।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ