হোম > বিশ্ব > ভারত

রবীন্দ্রনাথকে কালো বলে বিপাকে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কালো ছিলেন! তাই তাঁকে ছোটবেলায় বর্ণবৈষম্যের শিকার হতে হয় ঠাকুরবাড়িতেই। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি নেতা ডা. সুভাষ সরকার।

গতকাল বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা'।

সেখানে তিনি নিজের রবীন্দ্রনাথ সম্পর্কিত জ্ঞান বোঝাতে মন্তব্য করেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সকলের চেহারা যদি দেখা যায়, দেখা যাবে সকলের গায়ের রং ধবধবে ফরসা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রংও সত্যিকারের ফরসা ছিল।

একই সঙ্গে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, 'ফরসা সাধারণত দুই প্রকারের হয়। টকটকে হলুদ আর ফরসার  মধ্যে লাল ভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের দ্বিতীয় প্রকারের। তাঁর মা এবং বাড়ির অনেকেই রবীন্দ্রনাথ কালো বলে তাঁকে কোলে নিতেন না। 

ডা. সুভাষ সরকারের এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। তিনি এই তথ্য কোথা থেকে পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবীন্দ্র বিশেষজ্ঞরা। তৃণমূলের তরফে ইতিমধ্যেই রবীন্দ্রনাথকে অবমাননার অভিযোগে কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে,বিজেপি চিরকালই পাগলের দল! কী বলে, কী না বলে ওরা নিজেরাই জানেন না! রবীন্দ্রনাথের গায়ের রং নিয়েও উল্টোপাল্টা বকছে, গুরুত্ব দেওয়ার কিছু নেই।

রবীন্দ্র বিশেষজ্ঞ উষারঞ্জন ভট্টাচার্য জানান, তিনি কোথাও এমন তথ্য পাননি। যদি কোনো তথ্য-প্রমাণ থাকে তবে সেটাও সামনে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তবে এত বিতর্কের পরও নিজের অবস্থানে অটল সুভাষ সরকার। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রবীন্দ্রনাথকে অসম্মান জানাতে নয়, বরং তাঁর প্রতি শ্রদ্ধা জানানোই ছিল আমার উদ্দেশ্য। এখন ভুল ব্যাখ্যা হচ্ছে আমার মন্তব্যের'।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক