হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনা রোগীর সৎকারে অংশ নেওয়া ২১ ব্যক্তির মৃত্যু

রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।

কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।

তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।

সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’