হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনা রোগীর সৎকারে অংশ নেওয়া ২১ ব্যক্তির মৃত্যু

রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।

কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।

তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।

সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে