হোম > বিশ্ব > ভারত

আহমেদাবাদে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড 

ভারতের গুজরাটের আহমেদাবাদে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এ ছড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১১ জনকে। ২০০৮ সালে সংঘটিত ওই হামলায় অন্তত ৫৬ জন নিহত হন, আহত হন আরও দুই শতাধিক। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

 ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি গুজরাটের বাণিজ্যিক কেন্দ্র বলে খ্যাত আহমেদাবাদ শহরের বিভিন্ন বাজার, বাস, বাসস্টপ এবং অন্যান্য জনবহুল জায়গায় সিরিজ বোমা হামলা চালায়। ৭০ মিনিটের মধ্যে ২২টি জায়গায় হামলায় চালায়। 

হামলা চালানোর অভিযোগে ৭৮ জনকে অভিযুক্ত করে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই হত্যা ও ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন। 

আদালতের বিচারক এ আর প্যাটেল শুক্রবার এই শাস্তির আদেশ। 

তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে