হোম > বিশ্ব > ভারত

চালকের হার্ট অ্যাটাকের পর গুজরাটে বাস-গাড়ি সংঘর্ষ, নিহত ৯ 

ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির (একধরনের স্পোর্টস কার) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন। আজ শনিবার ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’ 

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘নবসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমি ব্যথিত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।’ 

পুলিশ সুপার বলেছেন, এসইউভি গাড়ির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালসাদ থেকে ফিরছিল। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘নবসারির দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে।’ 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার