হোম > বিশ্ব > ভারত

মেয়ে হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারের ছেলে

ট্রান্স নারী হয়ে গেছেন আরিয়ান বাঙ্গার। ছবি: সংগৃহীত

২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরকামী নারী। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।

আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তাঁর পথ অনুসরণের স্বপ্ন দেখতাম। আগ্রহ, নিয়মানুবর্তিতা ও তাঁর দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি ভারতের হয়ে বিশ্বমঞ্চে খেলব।’

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবতার জন্য। একজন ট্রান্স নারী হওয়ার হরমোন থেরাপিতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি ও খেলোয়াড় হওয়ার গুণাবলি হ্রাস পেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে।’

আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার