আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। আগামী ৮ থেকে ১০ মে এর মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। দেশটির আবহাওয়াবিদেরা এই ঝড়ের সতর্কবার্তা জানিয়েছেন। শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে অশনি।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারত মহাসাগরের দ্বীপ আন্দামানের কাছে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তই নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণাবর্ত প্রথমে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। এরপরই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। তবে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের পরিবর্তে উড়িষ্যা উপকূলেও আছড়ে পড়তে পারে।
এদিকে, গরমের তীব্রতা কমে গিয়ে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে বইছে স্বস্তির হাওয়া। কলকাতায় ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে তিন ধরে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।