হোম > বিশ্ব > ভারত

সন্ত্রাসবাদ থেকে আফগানিস্তানকে দূরে রাখার আহ্বান নরেন্দ্র মোদির

আফগানিস্তান যেন আবার সন্ত্রাসবাদের খপ্পরে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক জোট জি-২০ এর বিশেষ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মোদি এ আহ্বান জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ইস্যুতে বিশেষ এই সম্মেলন ইতালির রোম অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে জোটের নেতৃত্বদানকারী দেশ ইতালি আহুত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় আফগানিস্তানের অর্থনীতি ও সেখানকার মানুষের মানবিক বিপর্যয় মোকাবিলা। 

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে যেন আর সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে না পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশটিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। মোদি বলেন, ‘আফগানিস্তান পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের (২৫৯৩) ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে আফগানিস্তানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো বাধাকে গ্রাহ্য করা উচিত হবে না। 

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত ওই প্রস্তাবে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির যেন অবনমন না ঘটে, সে কথা বলা হয়। একই সঙ্গে আফগানিস্তানের ভূমি যেন কেউ সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করতে না পারে সে জন্য বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক সংলাপের ওপর জোর দেওয়া হয় ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানে চলমান খাদ্যাভাব ও অপুষ্টিজনিত সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতের সাধারণ মানুষ এই দুঃসময়ে আফগানদের ব্যথা অনুভব করছে। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু