হোম > বিশ্ব > ভারত

২ দিন ধরে পাহাড়ে আটক তরুণ, উদ্ধারে সেনা-নৌবাহিনী

ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় দুই দিন ধরে একটি পাহাড়ের দুই পাথরের মধ্যে আটকে আছেন ২০ বছর বয়সী এক তরুণ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে ভারতের সেনা ও নৌবাহিনী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী। 

এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালামপুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সেনাবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবু নামে ওই তরুণ গত সোমবার আরও দুজনের সঙ্গে চেরাড় পাহাড়ে চূড়ায় ওঠার পরিকল্পনা করেন। কিন্তু বাকি দুজন অর্ধেক যাওয়ার পর নেমে পড়েন। 

তবে বাবু শেষ পর্যন্ত চূড়ায় ওঠেন। সেখানে পৌঁছানোর পরে পিছলে পড়েন এবং পাথরের মধ্যে আটকো যান। 

কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্টে বলেন, বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পালাক্কাড় জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল সমস্ত চিকিৎসার তত্ত্বাবধান করবে।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি