হোম > বিশ্ব > ভারত

২ দিন ধরে পাহাড়ে আটক তরুণ, উদ্ধারে সেনা-নৌবাহিনী

ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় দুই দিন ধরে একটি পাহাড়ের দুই পাথরের মধ্যে আটকে আছেন ২০ বছর বয়সী এক তরুণ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে ভারতের সেনা ও নৌবাহিনী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী। 

এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালামপুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সেনাবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবু নামে ওই তরুণ গত সোমবার আরও দুজনের সঙ্গে চেরাড় পাহাড়ে চূড়ায় ওঠার পরিকল্পনা করেন। কিন্তু বাকি দুজন অর্ধেক যাওয়ার পর নেমে পড়েন। 

তবে বাবু শেষ পর্যন্ত চূড়ায় ওঠেন। সেখানে পৌঁছানোর পরে পিছলে পড়েন এবং পাথরের মধ্যে আটকো যান। 

কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্টে বলেন, বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পালাক্কাড় জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল সমস্ত চিকিৎসার তত্ত্বাবধান করবে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে