হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস 

ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ভারতের এ অঞ্চলে এরই মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ মানুষ। এ অবস্থার মধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আজ শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। 

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে শিগগির এই বৃষ্টি থামছে না। এ ছাড়া শনিবারের মধ্যে নিম্নচাপটি গঠিত হওয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েক দিন ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরায়। 

আজ শনিবার (২৪ আগস্ট) ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওডিশা, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আইএমডি। 

আবহাওয়া দপ্তর শনিবারের পূর্বাভাসে আরও বলেছে, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টি হতে পারে। ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত উপকূলীয় কর্ণাটকে এবং ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট কেরালা ও মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরবর্তীতে ত্রিপুরায় গোমতী নদীর ওপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বৃষ্টির কারণে বাংলাদেশে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে দেশের বেশ কয়েকটি জেলা মানবিক বিপর্যয়ে পড়েছে।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ