হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ চারজন নিহত

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা ও দুজন বন্দর কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মীরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে বারমুল্লায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে সেনাদের একটি গাড়িতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই শ্রমিকের নাম প্রিতম সিং বলে জানা যায়। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে।

এর তিন দিন আগে কাশ্মীরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকেরা থেকে কাজ করেন।

তারা সবাই ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা। তারা মূলত সেখানে অর্থের বিনিময়ে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে কাশ্মীরের স্বাধীনতাপন্থীরা এসব হামলা চালাচ্ছে। যেন ভারতের অন্যান্য রাজ্য থেকে কেউ গিয়ে সেখানে কাজ না করতে পারে।

স্বাধীনতাকামী এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না ভারতের সেনাবাহিনী।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে