হোম > বিশ্ব > ভারত

শনিবারের মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল

কলকাতা সংবাদদাতা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংস পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই শিথিল করা হয়েছে কারফিউ। স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে সহিংস পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। তারই ধারাবাহিকতায় আগামী ২৭ জুলাইয়ের মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর থেকে শুরু হয় আমদানি-রপ্তানি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশ অভিমুখী পণ্যবাহী আট শতাধিক ট্রাক দাঁড়িয়ে ছিল পেট্রাপোল বন্দরে। কিন্তু এত দিন কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের। 

পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করলেও চালু হয়নি দুই দেশের মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস। ভারতীয় রেলের পূর্ব শাখার তরফ থেকে গতকাল জানানো হয়েছে, আগামীকাল শনিবার মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। 

পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেসের শনিবারের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার কলকাতা থেকে রওনা হওয়ার কথা ছিল ১৩১০৮ নম্বর মৈত্রী এক্সপ্রেসের। একই দিনে অর্থাৎ শনিবার ১৩১১০ নম্বর মৈত্রী এক্সপ্রেসের কলকাতা পৌঁছানোর কথা ছিল। দুটি ট্রেনই বাতিল থাকবে। তবে কবে এই ট্রেন চালু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ভারতীয় রেল। 

যাত্রা বাতিল হওয়ায় কলকাতার বিশেষ টিকিট কাউন্টারে টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা। তবে কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএস কার্যক্রমের সময়ের মধ্যে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এর জন্য কোনো ট্যাক্স কাটা হবে না। 

উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার থেকে বন্ধ মৈত্রী ও মিতালী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকায় যাওয়ার সময় গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের জেরে আটকে যায়। তারপরে থেকেই ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে রেলওয়ে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে