কলকাতা প্রতিনিধি
প্রয়াত ফুটবল রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনার ঘড়ি চোরকে ভারতের আসাম রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।
তিনি জানান, ওয়াজিদ হুসেইন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে সরাইদেও জেলা থেকে ওয়াজিদকে গ্রেপ্তার করে ঘড়িটি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।