হোম > বিশ্ব > ভারত

অন্ধ্র প্রদেশের বন্যায় নিহত ১৭, নিখোঁজ শতাধিক

ভারতের অন্ধ্র প্রদেশে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১৭ জন মারা গেছে এবং শতাধিক লোক নিখোঁজ রয়েছে। তিরুপতি মন্দিরের শহর থেকে শত শত তীর্থযাত্রীকে বিশাল বন্যায় আটকে থাকতে দেখা যাচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব নিশ্চিত করা হয়।

গত রাতে অনন্তপুর জেলার কাদিরি শহরে ভারী বর্ষণের ফলে একটি পুরোনো ভবন ভেঙে পড়ে যায়। এতে তিন শিশু ও এক বৃদ্ধা মারা যান। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনো এই ভবনে চারজনেরও ওপরে আটকে আছে। সার্কেল ইন্সপেক্টর সত্যবাবু এ তথ্য নিশ্চিত করেন। 

তিরুমালা পাহাড়ের মন্দিরের ঘাটের রাস্তা ও হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদী প্লাবিত হয়েছে এবং জলাশয়গুলো উপচে পড়ছে। এতে বহু মানুষ পানিতে আটকা পড়েছে। এদিকে বন্যার কারণে রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়েছে। এ ছাড়া ১২টি বাস উদ্ধার করা যায়নি। 

বন্যার কারণে অনেক স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল, সড়ক ও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ করা হয়েছে। 

রায়ালসিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের চিত্তুর, কাদাপা, কুরনুল ও অনন্তপুর জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি পড়ছে। এতে চেইয়ুরু নদী উপচে পড়ছে। অন্যদিকে আন্নামায়া সেচ প্রকল্পও বাধাগ্রস্ত হয়েছে। 

তামিলনাড়ু ও কেরালায়ও বৃষ্টির কারণে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কেরালার পাথানামথিট্টা জেলায়, পাম্বা নদীর জলের স্তর বাড়ার কারণে আগামীকাল পাম্বা ও সবরিমালার তীর্থযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। 

পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ দল মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। 

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি