হোম > বিশ্ব > ভারত

প্রেমের টানে সুন্দরবনে নদী সাঁতরে ভারতে বাংলাদেশি তরুণী

বাংলাদেশি তরুণী কৃষ্ণা মণ্ডল (২২)। ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের তরুণ অভিক মণ্ডলের সঙ্গে। পরিচয় থেকে প্রেম। বেশ কয়েক মাস প্রেমের পর তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ে করার। কিন্তু অভিকের পাসপোর্ট না থাকায় তিনি বাংলাদেশে আসতে পারেননি। তাই অপেক্ষার প্রহর শেষ করতে কৃষ্ণা সিদ্ধান্ত নেন তিনি নিজেই যাবেন ভারতে।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক অপারগ হওয়ায় কৃষ্ণাই প্রেমিকের কাছে পৌঁছানোর সাহসী পদক্ষেপ নেন। সেই ভাবনার সূত্র ধরেই কৃষ্ণা প্রথমে সুন্দরবনে প্রবেশ করেন। পরে একটি নদী ধরে প্রায় এক ঘণ্টা সাঁতরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৈখালী গ্রামে গিয়ে পৌঁছান। সেখানে তাঁর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন অভিক মণ্ডল। পরে তাঁরা সেখান থেকে সরাসরি কলকাতায় যান এবং সেখানকার একটি মন্দিরে বিয়েও সারেন।

পরে সেই মন্দির থেকেই কৃষ্ণার সাহসী পদক্ষেপের কথা মুখে মুখে চাউর হয়। পৌঁছে যায় পুলিশের কানেও। পরে গত সোমবার বেরসিক পুলিশ কৃষ্ণাকে গ্রেপ্তার করে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর পুলিশ কৃষ্ণাকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, কৃষ্ণা প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা বলে খ্যাত সুন্দরবনে প্রবেশ করেন, পরে মালটা নদী ধরে সাঁতরে দক্ষিণ চব্বিশ পরগনার কৈখালী গ্রামে পৌঁছান। পুলিশ আরও জানিয়েছে, কৃষ্ণাকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে হস্তান্তর করা হবে। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ