হোম > বিশ্ব > ভারত

সম্প্রীতির অনন্য নজির: দরবার শরিফের পানি খেয়ে রামনবমীর মিছিল

কলকাতা সংবাদদাতা 

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখল ভারতের পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী মহকুমা শহর বসিরহাটে দরবার শরিফের মুসলমান ভাইদের দেওয়া পানি খেয়ে রামনবমীর মিছিল শুরু করেছেন হিন্দু ভাইয়েরা। 

হিন্দু-মুসলিম পরিচয়কে পাশে ঠেলে এদিন যেন ভাইয়ের সঙ্গে ভাইকে মিলতে দেখা গেল। একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের ছবিও দেখা গেল বসিরহাটের টাকি রোডে। পানি হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে মুসলমানেরা আর তা পান করেই রামনবমীর মিছিলে শামিল হিন্দুরা। 

পশ্চিমবঙ্গজুড়ে চলছে তীব্র দাবদাহ। বসিরহাটে তাপমাত্রার পারদ উঠে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর তাই রামনবমীর মিছিলে হাঁটা মানুষদের তৃষ্ণা মেটাতে রাস্তার ধারে বসিরহাট মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানি বিতরণের ব্যবস্থা করা হয়। রামনবমী উপলক্ষে মিছিলে যোগ দেওয়া ভক্তদের হাতে পানির বোতল তুলে দেন দরবার শরিফের সদস্যরা। 

বসিরহাটের রামনবমী কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল গতকাল রোববার অর্থাৎ ২১ মার্চ বসিরহাটে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হবে। তাই এই দিনে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে প্রাচীন মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়। এই মিছিলে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ একাধিক বিজেপি নেতৃত্ব। 

মিছিল শুরু হয় বসিরহাট সোনপুকুর পাড় থেকে। পরে সারা শহর ঘুরে সেখানেই এসে শেষ হয় প্রায় চার কিলোমিটারের এই যাত্রা।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা