হোম > বিশ্ব > ভারত

সম্প্রীতির অনন্য নজির: দরবার শরিফের পানি খেয়ে রামনবমীর মিছিল

কলকাতা সংবাদদাতা 

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখল ভারতের পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী মহকুমা শহর বসিরহাটে দরবার শরিফের মুসলমান ভাইদের দেওয়া পানি খেয়ে রামনবমীর মিছিল শুরু করেছেন হিন্দু ভাইয়েরা। 

হিন্দু-মুসলিম পরিচয়কে পাশে ঠেলে এদিন যেন ভাইয়ের সঙ্গে ভাইকে মিলতে দেখা গেল। একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের ছবিও দেখা গেল বসিরহাটের টাকি রোডে। পানি হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে মুসলমানেরা আর তা পান করেই রামনবমীর মিছিলে শামিল হিন্দুরা। 

পশ্চিমবঙ্গজুড়ে চলছে তীব্র দাবদাহ। বসিরহাটে তাপমাত্রার পারদ উঠে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর তাই রামনবমীর মিছিলে হাঁটা মানুষদের তৃষ্ণা মেটাতে রাস্তার ধারে বসিরহাট মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানি বিতরণের ব্যবস্থা করা হয়। রামনবমী উপলক্ষে মিছিলে যোগ দেওয়া ভক্তদের হাতে পানির বোতল তুলে দেন দরবার শরিফের সদস্যরা। 

বসিরহাটের রামনবমী কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল গতকাল রোববার অর্থাৎ ২১ মার্চ বসিরহাটে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হবে। তাই এই দিনে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে প্রাচীন মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়। এই মিছিলে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ একাধিক বিজেপি নেতৃত্ব। 

মিছিল শুরু হয় বসিরহাট সোনপুকুর পাড় থেকে। পরে সারা শহর ঘুরে সেখানেই এসে শেষ হয় প্রায় চার কিলোমিটারের এই যাত্রা।

হাইকমিশনারকে তলবের পর অন্তর্বর্তী সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ