হোম > বিশ্ব > ভারত

৩০০ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি, ভারতে মার্কিন নারীর সঙ্গে নজিরবিহীন প্রতারণা

ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র ৩০০ টাকার গয়না ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে। 

পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন—সেগুলো রুপার হলেও ওপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল। গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ। পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল। 

এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গয়না নিয়ে ভারতে আসেন চেরিশ এবং তিনি সেই গয়না ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন। কিন্তু প্রতারণা এবং অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টির তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে। 

জয়পুরের পুলিশকে চেরিশ জানান, গয়না ব্যবসায়ী গৌরব সনির সঙ্গে ২০২২ সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাঁর। পরে গত দুই বছরে নকল গয়নার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি গৌরবকে দেন তিনি। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সনি। তবে তাঁদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে। প্রতারক বাবা-ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর