হোম > বিশ্ব > ভারত

হঠাৎ চুল পড়ে টাক হয়ে যাচ্ছে তিন গ্রামের মানুষ, মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক

স্বাস্থ্য কর্মকর্তারা আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন। ছবি: এনডিটিভির সৌজন্যে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।

বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।

এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার