হোম > বিশ্ব > ভারত

হঠাৎ চুল পড়ে টাক হয়ে যাচ্ছে তিন গ্রামের মানুষ, মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক

স্বাস্থ্য কর্মকর্তারা আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন। ছবি: এনডিটিভির সৌজন্যে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।

বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।

এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার