হোম > বিশ্ব > ভারত

লাগামহীন সংক্রমণ, পশ্চিমবঙ্গে সোমবার থেকে কঠোর বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। 

এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 

বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে: 

সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে