হোম > বিশ্ব > ভারত

লাগামহীন সংক্রমণ, পশ্চিমবঙ্গে সোমবার থেকে কঠোর বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। 

এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 

বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে: 

সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি