হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরার তৃণমূল নেতা মুজিবুল ইসলাম আর নেই

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। 
 
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে। 

গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
 
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 
 
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 
 
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল। 
 
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।   

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ