হোম > বিশ্ব > ভারত

মেয়ের বিয়ের জন্য জমানো ১৮ লাখ রুপি গেল উইপোকার পেটে

মেয়ের বিয়ের জন্য তিল তিল করে ১৮ লাখ রুপি জমিয়েছিলেন মা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩ লাখ ৮৩ হাজার টাকারও বেশি। সেই টাকা সুরক্ষিত রাখতে ব্যাংকের লকারেও রেখে এসেছিলেন তিনি, কিন্তু তা খেয়ে ফেলেছে উইপোকা। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অলকা পাঠক নামে এক নারী গত বছরের অক্টোবরে তার সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে এসেছিলেন। টাকার সঙ্গে গয়নাও রেখেছিলেন লকারে। সময়মতো ওই টাকা এবং গয়না আনতে পারবেন এমনই ভরসা ছিল ওই নারীর।

কিন্তু বছর ঘুরতেই নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করার জন্য ওই নারীকে ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়। গত সোমবার ব্যাংকে কেওয়াইসি জমা দিতে যান অলকা। এরপর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন। কিন্তু টাকার বান্ডিল দেখতে পাননি তিনি। দেখতে পান লকারের ভিতর কিলবিল করছে উইপোকা। তখন অলকার আর বুঝতে বাকি থাকেনি, কী সর্বনাশ হয়ে গেছে।

অলকা জানান, বড় মেয়ের বিয়ের সময় বেশ কিছু টাকা পেয়েছিলেন। এছাড়া একটা ছোট ব্যবসা রয়েছে তার। সেখান থেকে অর্জিত টাকাও ছোট মেয়ের বিয়ের জন্য জমাচ্ছিলেন। অলকার দাবি, লকারে যে টাকা রাখা যায় না, সেটা তিনি জানতেন না। ব্যাংক ম্যানেজার জানিয়েছে, ঊধ্বর্তন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের