হোম > অপরাধ > ভারত

হবু স্বামীকে নিজেই গ্রেপ্তার করলেন পুলিশ কর্মকর্তা

বিয়ের কথা পাকা। এর মধ্যে জানতে পারেন হবু স্বামী আসলে একজন প্রতারক। পুলিশ হিসেবে নিজের দায়িত্ববোধ এড়াতে পারেননি। নিজেই হবু স্বামীর হাতে হাতকড়া পরালেন তরুণী। 

ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নাগাঁও এলাকায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রানা পগাগ নামে ওই তরুণ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করতেন। সেখানে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পগাগ। 

পগাগের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাগাঁওয়ে পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। বিয়ের আগে জুনমনিকে বলেছিলেন, তিনি ওএনজিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবরে তাঁদের আংটি বদল হয়। আগামী নভেম্বরে ছাদনাতলায় বসার কথা ছিল। 

এর মধ্যে জুনমনি জানতে পারেন তাঁর হবু স্বামী আসলে এক ভয়ংকর প্রতারক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আর দেরি করেননি জুনমনি। নিজেই এফআইআর করেছেন। এরপর পগাগকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছেন। 

জুনমনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই তিন ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞ যাঁরা আমার কাছে রানা পগাগের কুকীর্তির তথ্য নিয়ে এসেছিলেন। তাঁরা আমার চোখ খুলে দিয়েছেন।’ 

জুনমনি এর আগে গত জানুয়ারিতে সংবাদের শিরোনাম হয়েছিলেন। ওই সময় বিহপুরিয়ার এমএলএ আমিয়া কুমার ভূইয়ার বিজেপি সমর্থকদের আইন লঙ্ঘনে ছাড় দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই