হোম > বিশ্ব > ভারত

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।

অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।

ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা