হোম > বিশ্ব > ভারত

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।

অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।

ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার