হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় বিজেপিতে ভাঙন

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে বিজেপিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের বিধায়ক ও সাবেক মন্ত্রী সুদীপ রায়বর্মণ এবং তাঁর ঘনিষ্ঠ বিধায়ক আশিস সাহা বিজেপি ছেড়েছেন। আজ সোমবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তাঁরা। দুজনই সম্ভবত কংগ্রেসের যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে বিরোধের জেরে আরেক বিধায়ক আশিস দাস আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েই সুদীপ ও আশিস দিল্লি উড়াল দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি তাঁদের রাজ্যে ফেরার কথা রয়েছে। 

সুদীপ দাবি করেছেন, ত্রিপুরাবাসীর স্বার্থে বর্তমান সরকারকেই তাঁরা সংখ্যালঘু করে ছাড়বেন। কারণ বহু বিজেপি মন্ত্রী ও বিধায়কই দল ছাড়তে প্রস্তুত বলে দাবি করেছেন তিনি। 

উল্লেখ্য, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণের ছেলে সুদীপ দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ও রাজ্য বিরোধী দলনেতার ভূমিকাতেও ছিলেন তিনি। রাজ্য থেকে সিপিএমকে হারাতে তিনি প্রথমে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু প্রথম থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে। অবশেষে দল ছাড়লেন তিনি। সুদীপ কংগ্রেসে ফিরলে দলের পক্ষে সেটা মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায়। অন্যদিকে, বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, বিজেপির কাছে ব্যক্তি নয়, আদর্শ বড়। সুদীপ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হয়নি। 

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা