হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় বিজেপিতে ভাঙন

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে বিজেপিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের বিধায়ক ও সাবেক মন্ত্রী সুদীপ রায়বর্মণ এবং তাঁর ঘনিষ্ঠ বিধায়ক আশিস সাহা বিজেপি ছেড়েছেন। আজ সোমবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তাঁরা। দুজনই সম্ভবত কংগ্রেসের যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে বিরোধের জেরে আরেক বিধায়ক আশিস দাস আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েই সুদীপ ও আশিস দিল্লি উড়াল দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি তাঁদের রাজ্যে ফেরার কথা রয়েছে। 

সুদীপ দাবি করেছেন, ত্রিপুরাবাসীর স্বার্থে বর্তমান সরকারকেই তাঁরা সংখ্যালঘু করে ছাড়বেন। কারণ বহু বিজেপি মন্ত্রী ও বিধায়কই দল ছাড়তে প্রস্তুত বলে দাবি করেছেন তিনি। 

উল্লেখ্য, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণের ছেলে সুদীপ দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ও রাজ্য বিরোধী দলনেতার ভূমিকাতেও ছিলেন তিনি। রাজ্য থেকে সিপিএমকে হারাতে তিনি প্রথমে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু প্রথম থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে। অবশেষে দল ছাড়লেন তিনি। সুদীপ কংগ্রেসে ফিরলে দলের পক্ষে সেটা মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায়। অন্যদিকে, বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, বিজেপির কাছে ব্যক্তি নয়, আদর্শ বড়। সুদীপ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হয়নি। 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি