ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হওয়া একজনের অবস্থা গুরুতর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের মুম্বাই থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ১৭ রোগী আইসিইউতে ভর্তি ছিলেন। দমকলবাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, শর্টসার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ড।
প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়েই দ্রুত উদ্ধারেকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।
গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের করোনা হাসপাতালে শর্টসার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।