হোম > বিশ্ব > ভারত

কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

গত কয়েক দিন ধরে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা জানা যাবে সন্ধ্যায়। এরই মধ্যে কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ দাবি করা কংগ্রেসের জ্যেষ্ঠ দুই নেতাকে ডেকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। সে হিসাবে আজ দিল্লিতে সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সিদ্দারামাইয়া এরই মধ্যে দিল্লিতে অবস্থান করছেন। তবে শিবকুমার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সোমবার দিল্লি যাননি। আজ মঙ্গলবার যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়েছেন। নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশই তাঁকে পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন। দলের রাজ্য সূত্র অনুসারে, ১৩৫ বিধায়কের মধ্যে ৯০ জন সিদ্দারামাইয়াকে তাঁদের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে শিবকুমার সোমবার দিল্লিতে না গিয়ে দলের নীতিনির্ধারকদের কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। যদিও শিবকুমারের ভাই লোকসভা সদস্য ডি কে সুরেশ তাঁর পরিবর্তে খাড়গের সঙ্গে দেখা করেছেন।

সব মিলিয়ে কর্ণাটকের কুর্সিতে কে বসবে তা আজ মঙ্গলবার চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। সিদ্দারামাইয়া ও শিবকুমারসহ রাজ্যের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার মধ্যে দল সিদ্ধান্ত ঘোষণা করবে, কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা রয়েছে দলের মধ্যে।

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং