হোম > বিশ্ব > ভারত

কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, জানা যাবে আজ

গত কয়েক দিন ধরে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা জানা যাবে সন্ধ্যায়। এরই মধ্যে কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ দাবি করা কংগ্রেসের জ্যেষ্ঠ দুই নেতাকে ডেকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। সে হিসাবে আজ দিল্লিতে সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সিদ্দারামাইয়া এরই মধ্যে দিল্লিতে অবস্থান করছেন। তবে শিবকুমার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সোমবার দিল্লি যাননি। আজ মঙ্গলবার যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়েছেন। নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশই তাঁকে পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন। দলের রাজ্য সূত্র অনুসারে, ১৩৫ বিধায়কের মধ্যে ৯০ জন সিদ্দারামাইয়াকে তাঁদের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তবে শিবকুমার সোমবার দিল্লিতে না গিয়ে দলের নীতিনির্ধারকদের কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। যদিও শিবকুমারের ভাই লোকসভা সদস্য ডি কে সুরেশ তাঁর পরিবর্তে খাড়গের সঙ্গে দেখা করেছেন।

সব মিলিয়ে কর্ণাটকের কুর্সিতে কে বসবে তা আজ মঙ্গলবার চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। সিদ্দারামাইয়া ও শিবকুমারসহ রাজ্যের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার মধ্যে দল সিদ্ধান্ত ঘোষণা করবে, কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা রয়েছে দলের মধ্যে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু