হোম > বিশ্ব > ভারত

ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পুতিন-মোদি আলোচনা

ইউক্রেনের খারকিভ শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধান ভিডিও কলের মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। 

ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

এর আগে গত ১ মার্চ ইউক্রেনের খারকিভ শহরে রুশ বাহিনীর বোমা হামলায় নবীন শেখরপ্পা নামে ভারতীয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনে মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ভারতের কর্ণাটকের হাভেরিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ওই সকালে ভারতীয় দূতাবাস শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিককে যেকোনোভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ ত্যাগ করার অনুরোধ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে, ‘মঙ্গলবার সকালে ভারতীয় এক শিক্ষার্থী ইউক্রেনের খারকিভে বোমা হামলায় মারা গেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ 

এরই মধ্যে অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে ইউক্রেন ত্যাগ করতে শুরু করেছে। এ রকমই এক ভারতীয় শিক্ষার্থী রেবা জানান, টানা দুই দিন হেঁটেছেন তাঁরা। কোথাও কোনো আশ্রয় পাননি। তবে কখনো কখনো মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে হামলার ভয়ে তাঁরা আশ্রয় নিয়েছেন রাস্তার ধারের জঙ্গল বা শস্যখেতে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে