হোম > বিশ্ব > ভারত

ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে পুতিন-মোদি আলোচনা

ইউক্রেনের খারকিভ শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধান ভিডিও কলের মাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। 

ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

এর আগে গত ১ মার্চ ইউক্রেনের খারকিভ শহরে রুশ বাহিনীর বোমা হামলায় নবীন শেখরপ্পা নামে ভারতীয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনে মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ভারতের কর্ণাটকের হাভেরিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ওই সকালে ভারতীয় দূতাবাস শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিককে যেকোনোভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ ত্যাগ করার অনুরোধ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে, ‘মঙ্গলবার সকালে ভারতীয় এক শিক্ষার্থী ইউক্রেনের খারকিভে বোমা হামলায় মারা গেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ 

এরই মধ্যে অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে ইউক্রেন ত্যাগ করতে শুরু করেছে। এ রকমই এক ভারতীয় শিক্ষার্থী রেবা জানান, টানা দুই দিন হেঁটেছেন তাঁরা। কোথাও কোনো আশ্রয় পাননি। তবে কখনো কখনো মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে হামলার ভয়ে তাঁরা আশ্রয় নিয়েছেন রাস্তার ধারের জঙ্গল বা শস্যখেতে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু