ভারতের উত্তরাখণ্ডে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১৭ পর্বতারোহীর মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট ওপরে উত্তরাখণ্ডের লামখাগা পাসে তুষারঝড়ের কবলে পড়েন ওই পর্বতারোহীরা। গত সোমবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। গত বুধবার থেকে সেখানে উদ্ধার কাজ শুরু করে ভারতীয় বিমানবাহিনী ।
নিহতদের মরদেহ উদ্ধারের পর সেগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেঁচে যাওয়াদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।