আফগানিস্তান থেকে ৫০ জন কূটনৈতিক কর্মকর্তাকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। আফগানিস্তানে একের পর এলাকা বিদ্রোহী গোষ্ঠী তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ায় ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কান্দাহার কনস্যুলেট থেকে ৫০ জন কর্মকর্তাকে ফিরিয়ে আনা হয়েছে। আফগানিস্তানে থাকা ভারতীয় মিশনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করছে।
বার্তা সংস্থা এএফপিকে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা ফিরে যাবেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনা করেছে চীন। ইতিমধ্যে চার্টার্ড ফ্লাইটে করে চীন আফগানিস্তান থেকে তাদের ২১০ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে।