হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

কলকাতা, প্রতিনিধি 

ভারতের মণিপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিছিল থেকে ছোড়া পেট্রলবোমায় তাঁর বাসভবনে আগুন লাগে। রাজধানী ইম্ফলে তাঁর বাসভবনে বোমা নিক্ষেপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। 

এর আগে রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাংলোতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল রাতে সাংবাদিকদের বলেন, রাজ্যে শান্তি ফেরাতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁর সরকার। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে অপরাধীরা ভারতে প্রবেশ করছে বলেও দাবি করেন তিনি। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিরোধীরা অবিলম্বে শান্তি ফেরাতে ফের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান করেছেন। 

গতকাল নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালা রাজ্যের কোচিতে ছিলেন। সেখান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শান্তি ফেরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, যারা চায় না মণিপুরে শান্তি ফিরুক।’ 

রাজকুমার রঞ্জন সিংয়ের সরকারি বাসভবনের নিরাপত্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা এল দীনেশ্বর সিং জানান, হাজারখানেক মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে। সেখান থেকে ছোড়া বোমায় বাসভবনে আগুন ধরে যায়। 

এদিকে মণিপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা ইবোবি সিং এ জন্য বিজেপিকে দায়ী করেন। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। 

মুখ্যমন্ত্রী বীরেন সিং যাবতীয় দোষ চাপাচ্ছেন রাজ্যের উন্মুক্ত মিয়ানমার সীমান্তের দিকে। তাঁর অভিযোগ, ওপার থেকেই দুর্বৃত্তরা এসে শান্তি বিঘ্নিত করছে।

মণিপুরের সংখ্যাগরিষ্ঠ ও প্রধানত হিন্দু সম্প্রদায়ভুক্ত মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ায় গত ৩ মে থেকে কুকি উপজাতির সঙ্গে তাদের সহিংসতা শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি। প্রতিদিনই সেখান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সোমবার রাতেও সহিংসতায় ১৩ জন নিহত হন। কুকি ও মেইতেইদের সংঘর্ষের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। জিনিসের দামও বেড়ে গেছে প্রচুর।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে