হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

কলকাতা, প্রতিনিধি 

ভারতের মণিপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিছিল থেকে ছোড়া পেট্রলবোমায় তাঁর বাসভবনে আগুন লাগে। রাজধানী ইম্ফলে তাঁর বাসভবনে বোমা নিক্ষেপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। 

এর আগে রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাংলোতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল রাতে সাংবাদিকদের বলেন, রাজ্যে শান্তি ফেরাতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁর সরকার। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে অপরাধীরা ভারতে প্রবেশ করছে বলেও দাবি করেন তিনি। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিরোধীরা অবিলম্বে শান্তি ফেরাতে ফের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান করেছেন। 

গতকাল নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালা রাজ্যের কোচিতে ছিলেন। সেখান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শান্তি ফেরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, যারা চায় না মণিপুরে শান্তি ফিরুক।’ 

রাজকুমার রঞ্জন সিংয়ের সরকারি বাসভবনের নিরাপত্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা এল দীনেশ্বর সিং জানান, হাজারখানেক মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে। সেখান থেকে ছোড়া বোমায় বাসভবনে আগুন ধরে যায়। 

এদিকে মণিপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা ইবোবি সিং এ জন্য বিজেপিকে দায়ী করেন। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। 

মুখ্যমন্ত্রী বীরেন সিং যাবতীয় দোষ চাপাচ্ছেন রাজ্যের উন্মুক্ত মিয়ানমার সীমান্তের দিকে। তাঁর অভিযোগ, ওপার থেকেই দুর্বৃত্তরা এসে শান্তি বিঘ্নিত করছে।

মণিপুরের সংখ্যাগরিষ্ঠ ও প্রধানত হিন্দু সম্প্রদায়ভুক্ত মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ায় গত ৩ মে থেকে কুকি উপজাতির সঙ্গে তাদের সহিংসতা শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি। প্রতিদিনই সেখান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সোমবার রাতেও সহিংসতায় ১৩ জন নিহত হন। কুকি ও মেইতেইদের সংঘর্ষের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। জিনিসের দামও বেড়ে গেছে প্রচুর।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু