হোম > বিশ্ব > ভারত

রাজ্যসভা নির্বাচনে বিজেপির হাত ধরলেন মিডিয়া মোগল সুভাষ চন্দ্র

আসন্ন রাজ্যসভা নির্বাচনে রাজস্থানের প্রার্থী সমর্থনে চমক দেখাল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। একেবারে শেষ মুহূর্তে দলটি ভারতের মিডিয়া মোগল বলে খ্যাত জি (Zee) মিডিয়া গ্রুপের মালিক সুভাষ চন্দ্রকে সমর্থন দেবে বলে চূড়ান্ত করেছে। রাজস্থানের একটি আসনের জন্য তাঁকে চূড়ান্ত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি শেষ মুহূর্তে জি মিডিয়া এবং এসেল গ্রুপের মালিক সুভাষ চন্দ্রকে সমর্থন দেওয়ায় রাজস্থানের ওই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন বিশ্লেষকেরা। 

এদিকে, বিজেপির প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেস ওই আসনে মনোনয়ন দিয়েছে প্রমোদ তিওয়ারিকে। তবে প্রমোদ তিওয়ারি জন্মগতভাবে রাজস্থানের নন। তিনি উত্তর প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট। আর এই সুযোগে তাঁকে কটাক্ষ করে বিজেপি তিওয়ারিকে ‘বহিরাগত’ বলে আখ্যা দিয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিজেপি অনেক হিসাব করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা বলছেন, কংগ্রেস শাসিত রাজস্থানে দলটির দুই নেতা—মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে থাকায় এর ফায়দা তুলতে পারে বিজেপি। 

অপরদিকে, প্রমোদ তিওয়ারিকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ জমা হয়েছে রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যেও। তবে, অশোক গেহলট এমন দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমাদের তিন প্রার্থীই জিতবেন।’ 

ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গ্রুপের সাবসিডিয়ারি হিসেবে রয়েছে—জি মিডিয়া করপোরেশন। এই জি মিডিয়া করপোরেশনের আওতায় রয়েছে ১৫টি বিভিন্ন ধরনের সংবাদ ও সম্প্রচার মাধ্যম। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসও রয়েছে এসেল গ্রুপের মালিকানায়। এ ছাড়া, জি মিডিয়া করপোরেশনের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টার্নার ব্রডকাস্টিং সিস্টেমের সঙ্গে একটি জয়েন্ট ভেঞ্চারে যায়। ২০০১ সালের ২০ ডিসেম্বর জি–টার্নার নামে ওই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। 

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস