হোম > বিশ্ব > ভারত

আসামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ 

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাজ্যের চারটি জেলায় এই ১২ জনের মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যটিতে বন্যায় এখন অবধি মৃতের সংখ্যা দাঁড়াল অন্তত ১০০ জনে। 

সর্বশেষ মারা যাওয়া এই ১২ জনের মধ্যে ৪ জন হাজই জেলার, বারপেতা এবং নালবাড়ি জেলায় ৩ জন করে এবং ২ জন মারা গেছেন কামরুপ জেলায়। রাজ্যের ৩২ জেলায় প্রায় ৫৮ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বারপেতা জেলার মানুষেরা। জেলাটিতে প্রায় ১১ লাখ ৩০ হাজার মানুষ পানিবন্দী। এ ছাড়া, শিলচর, করিমগঞ্জসহ একাধিক শহরে পানিবন্দী মানুষের সংখ্যাও অনেক। 

প্রবল বন্যা ও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজে লাগানো হয়েছে দেশটির সেনা ও বিমানবাহিনীকে। 

কেবল আসামই নয় মেঘালয়ের পরিস্থিতিও ভয়াবহ। রাজ্যটির একাধিক এলাকায় ভূমিধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই সেখানে বিমানবাহিনীকে পাঠানো হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজে। আরেক পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও বন্যা চলছে। বন্যা চলছে ত্রিপুরার বেশ কিছু অংশে। সিকিমেও প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের কারণে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও দুর্ভোগে পড়েছেন। 

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি