হোম > বিশ্ব > ভারত

আসামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ 

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাজ্যের চারটি জেলায় এই ১২ জনের মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যটিতে বন্যায় এখন অবধি মৃতের সংখ্যা দাঁড়াল অন্তত ১০০ জনে। 

সর্বশেষ মারা যাওয়া এই ১২ জনের মধ্যে ৪ জন হাজই জেলার, বারপেতা এবং নালবাড়ি জেলায় ৩ জন করে এবং ২ জন মারা গেছেন কামরুপ জেলায়। রাজ্যের ৩২ জেলায় প্রায় ৫৮ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বারপেতা জেলার মানুষেরা। জেলাটিতে প্রায় ১১ লাখ ৩০ হাজার মানুষ পানিবন্দী। এ ছাড়া, শিলচর, করিমগঞ্জসহ একাধিক শহরে পানিবন্দী মানুষের সংখ্যাও অনেক। 

প্রবল বন্যা ও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজে লাগানো হয়েছে দেশটির সেনা ও বিমানবাহিনীকে। 

কেবল আসামই নয় মেঘালয়ের পরিস্থিতিও ভয়াবহ। রাজ্যটির একাধিক এলাকায় ভূমিধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই সেখানে বিমানবাহিনীকে পাঠানো হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজে। আরেক পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও বন্যা চলছে। বন্যা চলছে ত্রিপুরার বেশ কিছু অংশে। সিকিমেও প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের কারণে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও দুর্ভোগে পড়েছেন। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে