হোম > বিশ্ব > ভারত

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকর

কলকাতা প্রতিনিধি

ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকর। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভাকে হারিয়ে জগদীপ দেশটির ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কৃষক পরিবার থেকে উঠে আসা আইনজীবী জগদীপ ধনকর তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সমাজতান্ত্রিক আদর্শে। পরে অবশ্য বিজেপিতে যোগ দেন। জগদীপ ধনকর তাঁর পূর্বসূরি ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হলেন। নাইডুর মেয়াদ শেষ হয় গতকাল বুধবার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গাদকারী এবং নির্মলা সীতারমণ উপরাষ্ট্রপতি জগদীপের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারী এবং লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস এবং সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী মার্গারেট আলভাকে পরাস্ত করে নির্বাচিত হন জগদীপ। উপরাষ্ট্রপতি হিসেবে পদাধিকার বলে তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন। নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লার মতো জগদীপ ধনকরও রাজস্থানের বাসিন্দা।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস